গাজীপুরে ট্রাকে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০০ পিএম, ২৮শে নভেম্বর ২০২৩


গাজীপুরে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জয়দেবপুর-দাক্ষিণখান সড়কে এ ঘটনা ঘটে।


স্থানীয়ারা জানায়, ধীরাশ্রম এলাকায় জয়দেবপুর-দাক্ষিণখান সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পাঁচজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।  


আরও পড়ুন: গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন


জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামাদ গণমাধ্যমে জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।


আরও পড়ুন: গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি


গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ট্রাকের আগুন নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি তা তদন্ত করা হচ্ছে।


জেবি/এসবি