গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৩২ এএম, ২৩শে নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দু’টি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুইটির গতিরোধ করে। পরবর্তীতে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুইটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন: মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে শোডাউন করলেই ব্যবস্থা: ইসি আলমগীর
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বলেন, আমরা ৭টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
