পদত্যাগ না করেই স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন এমপিরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে কি এমপি পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে কি? নাকি স্বপদে বহাল থেকেই ভোট করা যাবে? এমন প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সেই আলোচনাকে আরও উসকে দেন। বলেন, “পদত্যাগ করেই নতুন করে ভোটে আসতে হবে বর্তমান সংসদ সদস্যদের।”
একদিন বাদেই ইসি তাদের বক্তব্য পাল্টে ফেললো। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এমপিরা ভোট করতে পারবেন নিজ পদে থেকেই।
আরও পড়ুন: টেকনোক্র্যাট ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ
বিজ্ঞপ্তিতে গণপ্রতিনিধিত্ব আদেশের কথা উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত সাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তবে, কোনো স্বতন্ত্র প্রার্থী এরআগে জাতীয় সংদের কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে থাকলে সে তালিকা দেয়ার দরকার নেই।
আরও পড়ুন: তরুণ প্রজন্ম জানেই না লোডশেডিং কী জিনিস বলেন সমাজকল্যাণমন্ত্রী
সে ক্ষেত্রে দলীয় এমপিদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।
জেবি/এসবি