যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩
জাপানের ইয়াকুশিমা দ্বীপে 8 জন কর্মী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮ জন যাত্রী ছিলেন।
জাপানের কোস্ট গার্ড বিবিসিকে জানায়, জেলেরা একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছে। তবে তাদের অবস্থা কেমন তা জানানো সম্ভব হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমকে কোস্ট গার্ড কর্মকর্তারা জানায়, ইয়াকুসিমায় বিমানের ভগ্নস্তূপ পাওয়া গেছে।
আরও পড়ুন: কুয়েতের আমির হাসপাতালে ভর্তি
জাপানের এনএইচকে সংবাদ মাধ্যম জানিয়েছে, CV-22 ওস্প্রে মডেলের বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে বিমানটি ইয়ামাগুচির আইওয়াকোনি বেইজ থেকে ওকিনাওয়ার কাদেনা বেইজে যাচ্ছিল।
আরও পড়ুন: দ. আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিড়ে প্রাণ গেল ১১ জনের
রয়টার্স জানিয়েছে, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু বলেন, স্থানীয় সময় দুইটা চল্লিশ মিনিটে রাডার থেকে হারিয়ে যায়।
জেবি/এসবি