নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আ.লীগ চিন্তিত নয়: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩
নির্বাচন নিয়ে চিন্তিতি নয় বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে... সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব
ইউরোপীয় ইউনিয়নের সাথে আ. লীগও অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন প্রশ্নে একমত বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমরা তাদের সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তাই চাই।”
আরও পড়ুন: বিএনপির আরও ১ নেতা বহিষ্কার
পিটার হাস একজন রাষ্ট্রদূত হিসেবে তিনি সীমারেখা মেনে চলবেন বলে প্রত্যাশা করেন আ. লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, “পিটার হাসকে নিজেদের পক্ষে চায় না আওয়ামী লীগ। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিলে সেটাও প্রত্যাশিত নয়।”
জেবি/এসবি