পদত্যাগ করলেন সালাউদ্দিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৬ পিএম, ৩০শে নভেম্বর ২০২৩

দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে।
এর আগে ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন তিনি। তবে গত বছর দায়িত্ব ছেড়ে দেন সালাম মুর্শেদী।
আরও পড়ুন: মুমিনুলের জোড়া আঘাত, অলআউট নিউজিল্যান্ড
এরপর নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাউদ্দিন নিজেই দায়িত্ব নেন। কিন্তু এক বছর পর দায়িত্ব ছাড়লেন কাজী সালাউদ্দিনও।
জেবি/এসবি