একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৭৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৭৭
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে তিনজন ঢাকার বাসিন্দা।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয় বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ১৪৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। ১ হাজার ৬২২ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৫ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।


জেবি/এসবি