অধিনায়ক শান্তর পরে ফিরলেন মুশফিক


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩


অধিনায়ক শান্তর পরে ফিরলেন মুশফিক
ছবি: সংগৃহীত

আগের দিন সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশ দলকে দারুণ একটি দিন উপহার দিয়েছিলেন অভিষেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। কিন্তু চতুর্থ দিন ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি সেঞ্চুরিয়ান এ ব্যাটার। সাজঘরে ফেরেন দ্বিতীয় ওভারেই।


অপরপ্রান্তে দাঁড়িয়ে অবশ্য টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়েছেন মিষ্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।


 


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (১ ডিসেম্বর) চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগার ব্যাটাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাজমুল বাহিনীর লিড ২৭৮ রানের। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ১৪ রান করে আর উইকেট কিপার ব্যাটার সোহান ৯ বলে ৭ রান করে অপরাজিত আছেন।

 

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক সিলেটের উইকেট বিবেচনায় ৪০০ রানের লিড আশা করেছিলেন। আশা করার যথেষ্ট কারণও ছিল। ক্রিজে ১০৪ রানে অপরাজিত ছিলেন ইনফর্ম টাইগার অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দেয়া সিনিয়র ক্যাম্পেনার মুশফিক অপরাজিত ছিলেন ৪৩ রানে।

 

তবে চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি লাল সবুজের দলের। দিনের দ্বিতীয় ওভারেই টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন নাজমুল শান্ত। এদিন তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ১৯৮ ডেলিভারিতে ১০ চারের মারে ১০৫ রানে থামে তার ইনিংস। মুশফিক ফেরেন ১১৬ বলে ৬৭ রান করে।


এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয় (৮) ব্যর্থ হলেও তৃতীয় উইকেটে দলের হাল ধরেন  দলপতি শান্ত ও মুমিনুল। শান্তর সঙ্গে ৯০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪০ রানের ইনিংস খেলে রান আউটের শিকার হন মুমিনুল। এরপর শান্ত ও মুশফিক জুটি গড়ে করেন ৯৮ রান।

 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ব্যাট করতে নামা কিউইরা করেছিল ৩১৭ রান।