তিন ফরম্যাটেই সেরা পাঁচে বাবর আজম


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩


তিন ফরম্যাটেই সেরা পাঁচে বাবর আজম
ছবি: সংগৃহীত

বাবর আজম ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করে ছিলেন বেশ লম্বা সময় ধরেই। সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষে থাকার রেকর্ডটা এখনো তার দখলেই। এমনকি এখনও তিন ফরম্যাটেই সেরা পাঁচ ব্যাটারের মধ্যে আছেন এই ব্যাটার। পাকিস্তানি এই ব্যাটারের প্রশংসা করেছেন এবার নাথান লায়ন।


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল এই ডিসেম্বরে। তিন ম্যাচের এই সিরিজের জন্য ইতোমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলপতির পদ ছাড়লেও এই সফরে তিন সংস্করণের দলেই আছেন বাবর আজম।


এ ব্যাটারের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লায়ন। অজিদের এই তারকা স্পিনারের চোখে বিশ্বের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। এমন একজনের বিপক্ষে খেলাটা যেমন রোমাঞ্চকর তেমনি চ্যালেঞ্জও আছে বলে মনে করেন তিনি।


বাবর সম্পর্কে  লায়ন বলেন, 'বাবরের বিপক্ষে খেলতে পারাটা দারুণ ব্যাপার। তবে এটা অনেক বড় চ্যালেঞ্জও। আমার চোখে সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন, বিশেষ করে স্পিনের বিপক্ষে। তবে যেকোনো বোলারের বিপক্ষেই সে বিশ্বমানের একজন ব্যাটার।'


সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া দল। তবে এই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন না অজি এই তারকা। কারণ সাদা বলের ক্রিকেটে খুব একটা সুযোগ পান না তিনি। তবে লাল বলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় এই স্পিনার কে। 


বাবর রিজওয়ানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে লায়ন বলেন, 'সত্যি বলতে, আমি টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি। এই সিরিজ নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। আমি সবসময় পার্থে খেলতে আমি পছন্দ করি। পাকিস্তান দলের বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ থাকবে, সবমিলিয়ে বেশ রোমাঞ্চকর একটা সিরিজ হবে।'