শান্ত অধিনায়ক: নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টিম টাইগাররা।
এই সফরের জন্য দুই ফরম্যাটের স্কোয়াডেই ডাক পেয়েছেন এক সময়ের নিয়মিত ওপেনার সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। আর ওয়ানডেতে নতুন মুখ লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তবে টি-টোয়েন্টি দলেও রিশাদকে রাখা হয়েছে। ফেরানো হয়েছে তানভীর ইসলামকে।
দুই ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আর সহ- অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এই সফরে খেলতে পারছেন না। একই কারণে নেই সিনিয়ার মাহমুদউল্লাহ রিয়াদও।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সেই সিরিজেও দলে ছিলেন সৌম্য। কিন্তু সে ভাবে কিছু না করায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। কিন্তু বিশ্বকাপের পর প্রথম সিরিজেই ডাক পেলো সৌম্য। এ সময়ে কোনো পঞ্চাশ ওভারের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এ ব্যাটার। জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১১ ইনিংসে ৪৮.৪৪ গড়ে করেছেন ৪৩৬ রান। এছাড়া লম্বা সময় পর আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে জাতীয় দলে। জাতীয় লিগে ৬ ম্যাচে তার রান কেবল ২৭৯।
স্কোয়াডে প্রথমবার সুযোগ পাওয়া রিশাদ গত মার্চে ও রাকিবুল জুলাইয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেছেন। রিশাদ খেলেছেন ঢাকা লিগে। রাকিবুল এসিসি ইমার্জিং কাপে। বাঁহাতি এই স্পিনার ৪ ম্যাচে ৪.০৩ ইকোনমি ও ২৩ গড়ে নিয়েছিলেন ৭ উইকেট। ওই প্রতিযোগিতায় সৌম্য ৪ ম্যাচে শিকার করেছিলেন ৬ উইকেট। রিশাদ ঢাকা লিগে খেলেছিলেন আবাহনীর হয়ে। ২ ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট। তার লিস্ট এ ক্যারিয়ার ততটাও উজ্জ্বল নয়। ৩ ম্যাচে পেয়েছেন ওই ৫ উইকেটই। রাকিবুল এদিকে বেশ এগিয়ে আছেন। ৪৪ ম্যাচে তার শিকার ৬৬ উইকেট।
ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
এদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার তানজিদ হাসান সাকিব। তাছাড়া বাকিদের সবারই অভিষেক হয়েছে এই ফরম্যাটে। সৌম্য ও আফিফের সঙ্গে ফিরেছেন তানভীর। বাঁহাতি এ স্পিনার দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এক টি-টোয়েন্টির পর আর সুযোগ পাননি।
টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানবীর ইসলাম ও তানজিদ হাসান সাকিব।
১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ডানেডিনে। পরের দুটি ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে হবে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায় অনুষ্ঠিত হবে।