ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম
জায়দে খান - হিরো আলম

শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক  ও চিত্রনায়ক জায়েদ খানের সমালোচনা করে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, “জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।”


শুক্রবার (০১ ডিসেম্বর) রাজধানীর ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: ব্লাউজ কাণ্ডে আবারো আলোচনায় স্বস্তিকা মুখার্জি


হিরো আলম বলেন, “দুবাই গেছিলাম আমি। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে সে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে।”


আরও পড়ুন: ঐশ্বরিয়ার সংসারেও ভাঙনের সুর, কি বললেন অমিতাভ ?


তিনি আরও বলেন, “তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে। ”


জেবি/এসবি