কোচ-অধিনায়কের কাছে জবাব চাইলো বিসিসিআই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


কোচ-অধিনায়কের কাছে জবাব চাইলো বিসিসিআই
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের কারণ জানতে চেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার কাছে এর ব্যাখ্যা সহ জবাব চাওয়া হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।


সংবাদমাধ্যমটি জানায়, ফাইনাল হারের ১১দিন পর বৃহস্পতিবার (৩০নভেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দায়িত্বরত কর্মকর্তারা টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করতে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই মিটিং নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। তবে অধিনায়ক রোহিত শর্মা লন্ডনে থাকায় তিনি ভিডিও কলে মিটিংয়ে অংশ নেন।


বিসিসিআইয়ের পক্ষে মিটিংয়ে ছিলেন, বোর্ড সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং কোষাধ্যক্ষ আশিস শেলা। এ সময় বোর্ড কর্তারা কোচ এবং অধিনায়কের কাছে জানতে চান ফাইনাল ম্যাচে ভারতের বাজে পারফরম্যান্সের কারণ সম্পর্কে।


জবাবে দ্রাবিড় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচকেই দায়ি করেছেন। বোর্ডকে কোচ জানান, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যতটা আশা করেছিলো, পিচ ততোটা ঘোরেনি। অজিদের আটকাতে না পারার পিছনে সেটাই ছিল একটা অনেক বড় কারণ।