অ্যানফিল্ডে লিভারপুলের শ্বাস-রুদ্ধকর জয়, শীর্ষে আর্সেনাল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩


অ্যানফিল্ডে লিভারপুলের শ্বাস-রুদ্ধকর জয়, শীর্ষে আর্সেনাল
ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার (৩ ডিসেম্বর) রাতে শ্বাস-রুদ্ধকর এক লড়াই জিতলো লিভারপুল। ফুলহ্যামের মত দল বেশ ভালো পরীক্ষাই নিয়েছিলো তাদের। ফুলহ্যামকে শেষ পর্যন্ত লিভারপুল হারালো ৪-৩ গোলের ব্যবধানে। 


এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ক্লপের শিষ্যরা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩১। সমান সংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে ফুলহ্যাম।


লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামের বার্নড লেনো আত্মঘাতী গোল করলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের হ্যারি উইলসন ২৪ মিনিটে ১-১ সমতায় আনেন। লিভারপুল আবার এগিয়ে যায় ৩৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে। সে গোলও প্রথমার্ধের সংযুক্ত সময়ে শোধ করেন কেনে টেটে। ৮০ মিনিটে ফুলহ্যামকে এগিয়েও দেন ববি ডি করডোভা।


পুরো ৩ পয়েন্ট হাতছাড়া হওয়ার অবস্থা থেকে ৮৭ মিনিটে ৩-৩ করেন ওয়াটারু এনডো এবং তার ১ মিনিট পরেই জয়ের গোল পেয়ে যান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।


জবি/এজে