নিজেদের খেলোয়াড়ের কাছেই ধরাসয়ী অ্যাতলেতিকো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩


নিজেদের খেলোয়াড়ের কাছেই ধরাসয়ী অ্যাতলেতিকো
ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লীগার চলতি মৌসুমেই আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন হুয়াও ফেলিক্স। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই নিজের প্রথম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ তারকা।


আরও পড়ুন: অ্যানফিল্ডে লিভারপুলের শ্বাস-রুদ্ধকর জয়, শীর্ষে আর্সেনাল


তার করা এই একমাত্র গোলের ওপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সা। লা লিগার ম্যাচে গতকাল ১-০ গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে কাতালান দলটি। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৪। ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা জিরোনার সংগ্রহও রিয়ালের সমান। গোলা ব্যবধানে এগিয়ে রিয়াল মাদ্রিদ।


অ্যাতলেতিকোর ঘরের ক্লাব অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণ- পাল্টা আক্রমণে চলেছে পুরে ম্যাচ জুড়েই। ফুটবল শিল্পের ভেলকী দেখিয়েছে দুই দলই। সুযোগ তৈরি করে উভয়েই। তবে প্রথম সুযোগ পেয়েই কাজে লাগায় বার্সা। ২৮ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি আসে ফেলিক্সের পা থেকে। রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।


আরও পড়ুন: বড় স্কোর করেও শেষ রক্ষা হয়নি ইংলিশদের


অ্যাতলেতিকোও ভালো কিছু আক্রমণের ফোয়ারা সাজিয়েছে। তবে তারা কোনো গোলের দেখা পায়নি। এদিকে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে গোল করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন অ্যাতলেতিকোর মেম্ফিস ডিপে। কিন্তু তার ফ্রি-কিকে বল জালে ঢোকার আগেই প্রতিহত করেন বার্সা গোলরক্ষন ইনাকি পেনার। ব্যবধান বাড়াতে পারতো বার্সাও। কিন্তু পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি দারুণ কিছু সুযোগ নষ্ট করেন।


জেবি/এজে