Logo

কক্সবাজার ৩-৪: ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, বাতিল ৪, স্থগিত ১

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০১:১৯
55Shares
কক্সবাজার ৩-৪: ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, বাতিল ৪, স্থগিত ১
ছবি: সংগৃহীত

আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো. ইসমাইলের মনোনয়ন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে কক্সবাজার ৩ (সদর, রামু ও ঈদগাঁও) এবং কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই ২ টি আসনে আওয়ামীলীগের হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া ২ জন সহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল এবং ১ জনের স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে কক্সবাজার ৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, সোমবার কক্সবাজার ৩ ও ৪ এবং রবিবার কক্সবাজার ১ ও ২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কক্সবাজার ৩ সদর, ঈদগাও ও রামু আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৬ জনের মধ্যে ৪ জনের বৈধ, একজনের বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে।

এতে বৈধ হয়েছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন পত্র। এই আসনটির ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসানের মনোনয়ন পত্র স্থগিত হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদের মনোনয়ন পত্র।

বিজ্ঞাপন

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। অপর ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈধ করা হয়েছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো. ইসমাইলের মনোনয়ন।

এ আসনে স্বতন্ত্র প্রার্থীর হওয়া টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে দায়ের করা মামলার বাদি মো. ইসহাকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার যাচাই বাছাইকালে কক্সবাজার ১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদ সহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনটি মনোনয়ন পত্র দাখিলকারি ১৩ জনের মধ্যে অপর ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে। কক্সবাজার ২ আসনের ৭ প্রার্থীই মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD