সাদা বলে অধিনায়ক এইডেন মার্করাম, বিশ্রামে বাভুমা ও রাবাদা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩


সাদা বলে অধিনায়ক এইডেন মার্করাম, বিশ্রামে বাভুমা ও রাবাদা
ছবি: সংগৃহীত

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদেই ভারতের বিপক্ষে ঘরের মাটিতে দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বাভুমার জায়গায় আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বিশ্বকাপেও চোটের কারণেই কয়েকটি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক বাভুমা । সেই ম্যাচগুলোতে নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল মার্করামকে।


ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ভারতের বিপক্ষে আসন্ন দুই সিরিজে নিয়মিত অধিনায়ক বাভুমা ও পেসার কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় দুজনই  টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে মনোযোগ দেবেন। 


সর্বশেষ বাভুমার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে সেরা চারে খেলেছিল দক্ষিণ আফ্রিকা দল। যদিও ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি এ ওপেনার। ৮ ইনিংসে ব্যাট করে ১৮.১২ গড়ে মাত্র ১৪৫ রান করেন তিনি।


বিশ্বকাপের স্কোয়াড থেকে মোট ছয় জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডের দল থেকে। এ বিশ্রামে নিয়মিত অধিনায়ক বাভুমা ছাড়াও আরো আছেন- জেরাল্ড কোয়েটজে, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা। এর মধ্যেই উইকেটকিপার ব্যাটার ডি কক বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।  


ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দল। এছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে এই দুই দল।


ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজার্ড উইলিয়ামস।


আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডে যায়গা পেয়েছেন : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনি ও লিজার্ড উইলিয়ামস।


এমএল/