কৌশানীর স্বপ্ন পূরণ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


কৌশানীর স্বপ্ন পূরণ
সালমান খানের সঙ্গে কৌশানী মুখার্জী - ছবি: সংগৃহীত

স্বপন পূরণ হলো কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জীর। ছোট বেলা তার স্বপ্ন ছিল বলিউড ভাইজানের সঙ্গে দেখা করার। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সেই সুযোগ পান তিনি।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) ওই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে দেখা হয় কৌশানীর। প্রিয় তারকাকে প্রথমবার দেখে স্বপ্নে বিভোর ওপার বাংলার এই অভিনেত্রী।


প্রিয় তারকাকে সামনা সামনি দেখার অভিজ্ঞতা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন কৌশানী। পাশাপাশি সালমানের সঙ্গে তোলা ছবিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তিনি।


কৌশানী বলেন, “আমি এখনও গতকালের মুহূর্তের কথা বসে বসে ভাবছি। ছোট থেকেই আমি সালমান খানের ভক্ত। আমার বন্ধুরা তখন অনেকেই শাহরুখ খানের ভক্ত ছিল। কিন্তু আমি বরাবরই ভাইজানের ভক্ত।”


আরও পড়ুন: ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’


তিনি আরও বলেন, “আমাদের মধ্যে বেশ কিছু কথাও হয়েছে। আমি তাকে বললাম আপনি সত্যিই টাইগার। সালমান আমার নাম জানতে চেয়েছিলেন। ছোট থেকে এই স্বপ্নটা দেখেছিলাম। এভাবে যে পূরণ হয়ে যাবে ভাবতে পারিনি।”


আরও পড়ুন: ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ


উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনেই বসেছিলেন সালমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব।


জেবি/এসবি