ইতিহাসে প্রথমবার রেলিগেশনে পেলে-নেইমারের ক্লাব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


ইতিহাসে প্রথমবার রেলিগেশনে পেলে-নেইমারের ক্লাব
ছবি : সংগৃহীত

যে ক্লাবকে পেলে শূন্য থেকে শিখরে উঠিয়েছেন, সেই সান্তোস আজ তাদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে। বেঁচে থাকলে হয়তো দিনটি ভুলে যেতে চাইতেন স্বয়ং ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে নিজে । ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেলিগেশনে পড়ল ক্লাবটি। ছিটকে গেল ব্রাজিলিয়ান সিরি 'আ' থেকে। যেখানে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।


আরও পড়ুন: বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মৌসুমের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে বসে ভাস্কো দা গামার কাছে। দুই দলই রেলিগেশন এড়ানোর জন্য লড়ছিল। এতোদিন শীর্ষ পর্যায় থেকে কোনোদিন অবনমিত না হওয়ার রেকর্ডটি ধরে রেখেছিল সান্তোস, সাও পাওলো ও ফ্লামেঙ্গো। কিন্তু সান্তোসকে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয়েছে। আগামী মৌসুমে ব্রাজিলিয়ান সিরি 'বি'তে খেলবে তারা। 


টানা হারের ধারা বজায় রেখে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তে থেকে মৌসুম শেষ করে ব্রাজিলর ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ক্লাবটিতে ক্যারিয়ারের ১৮ বছর কাটিয়েছিলেন পেলে। ৬৫৯ ম্যাচে ৬৪৩ গোল করে অসংখ্য রেকর্ড গড়েছেন কিংবদন্তি এই ফুটবলার। এছাড়া বর্তমান সুপারস্টার নেইমারেরও ফুটবলে হাতেখড়ি শতবছরের পুরোনো ক্লাবটি দিয়ে। অবনমিত হওয়ার পর দুঃখ ভারাক্রান্ত মনে ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'আমরা আবারও হাসব...। '


আরও পড়ুন: চালকের আসনে বাংলাদেশ


এদিকে ৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লীগ সিরি আ'তে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। এই ক্লাবেই খেলে থাকেন ব্রাজিলের উদীয়মান তারকা এনদ্রিক। লিগে ১১টি গোল করা এই ফরোয়ার্ড আগামী বছরের জুলাইয়ে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।


জেবি/এজে