বিশ্বকাপের পরই বিয়ে করলেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে দারুণ দাপট দেখালেও ফাইনাল খেলা হয়নি চোকার্স তকমাধারী দক্ষিণ আফ্রিকা দলের। সেরা চারে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এরপর থেকেই ১ মাসের বিশ্রামে আছেন দলটির ক্রিকেটাররা। চলতি ডিসেম্বরে তারা ভারতের বিপক্ষে নিজেদের দেশে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে প্রোটিয়া বাহিনী। তার আগে ছুটি পেয়েই বিয়ে সেরে নিয়েল বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজে। দীর্ঘসময়ের বান্ধবী হান্না হ্যাথর্নের সাথে তিনি বিয়ে সেরেছেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েটজে এবং হান্নার কাছের বন্ধু ও স্বজনরা। আরো ছিলেন দুই পরিবারের সদস্যরা। বুধবার (২৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার হেল্ডারস্ট্রমের ইয়াল্ডস্কুলফ ফার্মে বিয়ের অনুষ্ঠান হয় । সোশ্যাল মিডিয়ায় কোয়েটজে-হান্না দম্পতির বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যা ইতোমধ্যে ভাইরালও হয়েছে।
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। মূলত শেষ সময়ে এনরিখ নরকিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রোটিয়া দলে খেলার সুযোগ পেয়ে জান জেরাল্ড কোয়েটজে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা হয়ে ওঠেন তিনি। দক্ষিণ আফ্রিকা দল সেমিফাইনালে ওঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৮ ম্যাচে কোয়েটজে ২০ উইকেট দখল করেছেন। সবমিলিয়ে যা সদ্য শেষ হওয়া বিশ্বকাপের উইকেটসংগ্রহের দিক থেকে পঞ্চম এবং প্রোটিয়াদের হয়ে ছিলেন শীর্ষে।
অন্যদিকে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে কোয়েটজে খেলতে নেমেছিলেন প্রথমবারের মত। দলের সিনিয়র দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডিদের ছাপিয়ে নিজের প্রথম বিশ্বকাপ আসরকে তিনি স্মরণীয় করে রেখেছিলেন বলা চলে। প্রসঙ্গত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক ঘটে কোয়েটজের। ওই সিরিজেই ১৮ মার্চ তার অভিষেক হয় ওডিয়াই ফরম্যাটে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এ পেসার এখন পর্যন্ত ১৪টি ওডিয়াই, ৩টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আসন্ন আইপিএলের নিলামেও তার দিকে নজর যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করার ছবি জেরাল্ড কোয়েটজে সোশ্যাল মিডিয়াই নিজেই পোস্ট করে জানিয়েছেন। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার এই ২৩ বছরের তারকা পেসারের প্রতিভাতে মুগ্ধ হয়েছিলেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরাও। ভারতের সাথে আসন্ন দক্ষিণ আফ্রিকার সম্পূর্ণ সিরিজে কোয়েটজে টি-টোয়েন্টি ও টেস্ট দলেও জায়গা পেয়েছেন।
এমএল/