প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন স্পিনার আবরার, চিন্তায় পাক শিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে নতুন করে শুরু করতে চায় পাকিস্তান দল। প্রতিপক্ষের মাঠ পার্থে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিরিজে তাদের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল পাক শিবির। ডান পায়ে চোট পেয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের সাথে ক্যানবেরায় চলমান প্রস্তুতি ম্যাচে চোট পান তিনি, ফলে প্রথম টেস্টে ২৫ বছর বয়সী স্পিনারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান দলের।
প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন শুক্রবার (৮ ডিসেম্বর) আবরার চোটে পড়ায় ইতোমধ্যেই বিকল্পও খুঁজতে শুরু করেছে পাক শিবির। এর আগে ২৭ ওভারে ৮০ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন তিনি। শনিবার (৯ ডিসেম্বর) তার পায়ে এমআরআই স্ক্যান করানোর কথা আছে। রিপোর্টে তার চোট যদি গুরুতর বলে ধরা পড়ে, প্রথম টেস্ট থেকে ছিটকে যাবেন এই তরুণ স্পিনার।
এদিকে অজিদের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে আবরার বাদে বিশেষজ্ঞ স্পিনার শুধু নোমান আলী আছেন। ফলে খুব বেশি ভাবার মতো অপশনও নেই পাক শিবিরের হাতে। এ পর্যন্ত নোমান আলী ১৫টি টেস্ট খেলেছেন, যেখানে ৪৭ টি উইকেট তার দখলে রয়েছে । ধীরগতির এবং নিচু মানের উইকেটে খেলেছেন তিনি, পার্থে যার বিপরীত কন্ডিশনেই খেলতে হতে পারে বিশেষজ্ঞ এই স্পিনারকে। ফলে পাকিস্তান একাদশে হয়তো বাড়তি একজন পেসার খেলাতে হবে, নাহলে অপ্রিয় কন্ডিশনে এই স্পিনারকেই নামানো হতে পারে!
আবরার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে কেবল মাত্র ৬টি টেস্ট খেলেছেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলায় তার অভিষেক হয়েছিল গত বছরের ডিসেম্বরে ইংলিশদের বিপক্ষে। প্রথম টেস্টেই তিনি ১১ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। সবমিলিয়ে এখন পর্যন্ত সাদা পোশাকে তার শিকার ৩৮টি উইকেট। ফলে নিঃসন্দেহে আবরার পাকিস্তানের জন্য এই সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করবে এমনটাই আশা ছিল সবার। অন্যদিকে নতুন করে শান মাসুদের বা শেষ পর্যন্ত শাদাব খান কিংবা উসামা মিরের মতো লেগস্পিনারকেও এই টেস্ট ম্যাচে ডাকার জোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই বিগ ব্যাশে মেলবোর্ন স্টারের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়ায় আছেন লেগস্পিনার উসামা মির।
ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি এই আসরটিতে উসামা প্রথম ম্যাচেই ব্রিসবেন হিটের বিপক্ষে ২০ রানের খরচায় দুই উইকেট নিয়েছেন। তবে এখনও টেস্ট ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। অন্যদিকে, শাদাব খানও সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে। সেজন্যই তাকে এখনই ডাকার সম্ভাবনা কিছুটা কম এমনটাই জানা গেছে।
এমএল/