রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
রোকেয়া পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ সামাজিক উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং নারী জাগরণে উদ্বুদ্ধকরণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ৫ জন বিশিষ্ট  নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেন তিনি।


আরও পড়ুন: দুর্যোগ প্রতিমন্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কাঠা জমি


যারা পেলেন পদক-  নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা)। নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষীপুর), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা),  নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর),  ও পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও)।


আরও পড়ুন: নির্বাচনে সবাইকে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী


অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।


জেবি/এসবি