আপিলের শেষ দিনে ভীড় নেই নির্বাচন কমিশনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বাদ পড়া প্রার্থীদের আপিল করার সময় শেষ হচ্ছে আজ।
শনিবার (৯ ডিসেম্বর) আপিলের শেষ দিন সকাল ১০টা থেকে যথারীতি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করেছে ইসি। কিন্ত গত ৪ দিনের তুলনায় আজ ভিড় অনেকটাই কম দেখা গেছে।
আরও পড়ুন: খুব ইচ্ছা ছিল একজন নারীকে প্রধান বিচারপতি করে যাব: প্রধানমন্ত্রী
শুক্রবার (৮ ডিসেম্বর) পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন ৪৩১ জন। প্রথম দিনে ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিনে ১৫৫ ও চতুর্থ দিনে ৯৩ জন আপিল আবেদন করেছিলেন।
আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
শনিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে দেখা যায়, কেন্দ্রীয় বুথে বেশকিছু প্রার্থী আপিলের আবেদন করছেন। এর বাইরে সিলেট ও রংপুর বুথসহ প্রায় সবখানে ২/১ জন করে প্রার্থী আসেন।
জেবি/এসবি