প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় আসছে মেসিরা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় আসছে মেসিরা
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি গত মৌসুমের প্রায় শেষ দিকে ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়িয়েছেন। গেল আসরের সাফল্য-ব্যর্থতা ভুলে এবার নতুন মৌসুমের দিকেই চোখ রাখছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। 


২০২৪ সালেই পূর্ণাঙ্গ মৌসুম খেলবেন আর্জেন্টাইন এই জাদুকরী ফুটবলার। এবারও বড় কিছুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে গোলাপি জার্সিধারীরা। আসন্ন এই মৌসুমকে সামনে রেখেই প্রথম প্রাক–মৌসুমের প্রীতি ম্যাচের সূচি নির্ধারণ করেছে ইন্টার মায়ামি। যেখানে ২০২৩ সালে চীন সফর করার কথা ছিল মেসির দলের। তবে ‘অনাকাঙ্ক্ষিত কারণবশত’ তা বাতিল করা হয়।


আবারও এশিয়াতে আসছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ক্লাবটি। প্রাক মৌসুমে এটিই মায়ামির প্রথম আন্তর্জাতিক সফর হবে।


ক্লাবটি জানিয়েছেন, তারা চীনের প্রথম সারির লিগের খেলোয়াড়দের ভিতর থেকে নির্বাচিত একাদশের (হংকং) বিপক্ষে ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি খেলবে।


অন্যএক বিবৃতিতে ইন্টার মায়ামির সহ–মালিক জর্জ মাসের ভাষ্য থেকে জানা যায়, আমরা হংকং ভ্রমণ নিয়ে অনেক রোমাঞ্চিত। এমনকি এটাই আমাদের প্রথম এশিয়া ভ্রমণ হবে।


আরো জানা গেছে, ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার হংকং স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মায়ামি ক্লাবের হয়ে খেলবেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, গ্যাব্রিয়েল জেসুস ও অন্য তারকা খেলোয়াড়রা।


মায়ামির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি জানান, ক্লাবের যাত্রাশুরু থেকেই আমরা ইন্টার মায়ামিকে একটা বৈশ্বিক ক্লাব হিসেবে দাঁড় করাতে চেষ্টা করেছি। এটা দারুণ একটি সুযোগ আমাদের জন্য। হংকং এবং এশিয়াজুড়ে আমাদের সমর্থকেরা এর ফলে আরো উৎসাহিত হবে আমরা এমনটাই ধারনা করছি।


এমএল/