হাতল না ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালালেন তিনি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩
সম্প্রতি হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড করেছেন কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে।
জানা যায়, ১৩০ দশমিক ২৯ কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাকে নিজের ভারসাম্য ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।
আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে রবার্ট সাইকেল চালিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: আবারও জনপ্রিয়তার শীর্ষে মোদি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান। তিনি সাঁতারও শিখেছেন। ভোরবেলায় বোনের সঙ্গে সাইকেল চালিয়ে তিনি সুইমিংপুলে যেতেন।
আরও পড়ুন: ইতালিতে হাসপাতালে আগুনে প্রাণ গেল ৪ জনের
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রবার্ট বলেন, “আমার পরিবারে এই রোগ আছে। এ কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। আমার খুব কাছের মানুষদের জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি রেকর্ড ভাঙা, এটি আমার জন্য ছিল দুবার বিজয়ী হওয়ার মতো।”
জেবি/এসবি