প্রার্থিতা ফিরে পেতে ৫৬২ জনের আবেদন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


প্রার্থিতা ফিরে পেতে  ৫৬২ জনের আবেদন
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য চতুর্থ ও শেষদিন নির্বাচন কমিশনে (ইসি) ১৩১ জনের আপিল জমা পড়েছে। পাঁচ দিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম।


শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র।


আরও পড়ুন: আপিলের শেষ দিনে ভীড় নেই নির্বাচন কমিশনে


আপিল শুনানি শুরু হবে রবিবার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।


আরও পড়ুন: খুব ইচ্ছা ছিল একজন নারীকে প্রধান বিচারপতি করে যাব: প্রধানমন্ত্রী


তফসিল  অনুসারে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


জেবি/এসবি