পয়েন্ট টেবিলে পেছালো বাংলাদেশ, এক লাফে তিনে নিউজিল্যান্ড


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


পয়েন্ট টেবিলে পেছালো বাংলাদেশ, এক লাফে তিনে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ২ টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বেশকিছু রদবদল ঘটেছে।


শনিবার (৯ ডিসেম্বর) মিরপুরে দ্বিতীয় টেস্টে পরাজয় হয় টাইগারদের, ফলে লিগ টেবিলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারানোর কারণে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে টিম সাউদির দল নিউজিল্যান্ড।

 

সম্প্রতি সিলেটে প্রথম ম্যাচ জিতে টাইগাররা একলাফে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছিল। কিন্তু মিরপুরে দ্বিতীয় টেস্টে পরাজিত হওয়ার সুবাদে বাংলাদেশ দল লিগ টেবিলের দুই থেকে নেমে গেছে চার নম্বরে। ২ ম্যাচের মধ্যে এক জয়ে বাংলাদেশের নামের পাশে ১২ পয়েন্ট যোগ হয়েছে। লাল সবুজ বাহিনীর পয়েন্ট সংগ্রহের হার ৫০ শতাংশ।


এদিকে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ৮ থেকে একলাফে ৩ নম্বরে উঠে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। ২ ম্যাচে তাদের সংগ্রহেও আছে বাংলাদেশের মতো ১২ পয়েন্ট। সাউদিদের পয়েন্ট সংগ্রহের হার ৫০ শতাংশ। তবে কিছুটা শতাংশ ব্যবধানে এগিয়ে থাকার কারণে এক ধাপ ওপরে আছে নিউজিল্যান্ড দল।


দুই ম্যাচের দুটিই জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লীগ টেবিলের শীর্ষে আছেন পাকিস্তান ক্রিকেট দল। তাদের মোট পয়েন্ট ২৪। সমান সংখ্যক ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভারতীয় দল।


এমএল/