প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩


প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
হিরোলা আলম - ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।


রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।


এর আগে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত এই কন্টেন্ট ক্রেটর। ৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।


আরও পড়ুন: আবারও কটাক্ষের শিকার দীপিকা


আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তখন হিরো আলম গণমাধ্যমকে বলেছিলেন, “ছোটখাটো ভুল হয়েছে। আপিলে ইসি থেকে প্রার্থিতা ফেরত পাব বলে আশা করি।”


জেবি/এসবি