সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসুমের রহস্যজনক পোস্ট


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩


সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসুমের রহস্যজনক পোস্ট
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অনেক আশা নিয়ে খেলতে গিয়েছিল লাল সবুজের দল। তবে সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে টাইগাররা। এবারের আসরের দশ দলের মধ্যে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাকিবের দল।  বিশ্বকাপ আসর শেষ হওয়ার পর পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঁহাতি টাইগার স্পিনার নাসুম আহমেদ।


তাকে ঘিরেই বিভিন্ন আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ও মিডিয়া পাড়ায়। দেশের একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, চেন্নাইয়ে বিশ্বকাপ ম্যাচ চলাকালে নাসুমকে নাকি চড় মেরেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে তার বিরুদ্ধে আনা সেই অভিযোগ অস্বীকারও করেন লঙ্কান এই কোচ।


অন্যদিকে এরই  সোশ্যাল মিডিয়ায় রহস্যজনক একটি পোস্ট করেছেন এই টাইগার স্পিনার। শনিবার (৯ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাসুম পোস্ট করেন রহস্যেঘেরা এই সংখ্যা, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। দরকার ১৬। হওয়ার পথে রয়েছে।’


হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসুমের রহস্যজনক পোস্টকে ঘিরে নেটিজেনদের ভিতরে বেশ আলোচনা চলছে। এমন পোস্টের মধ্যদিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে নেটিজেনরা এই স্পিনারের পোস্টের বেশ কিছু সমাধান ও বের করেছেন।


এদের ভিতরে একজন লেখেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট পেয়েছে। আর ১৫০ উইকেট হতে ১৬টা উইকেট প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে আছে।


সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দেয়া এরুপ সমাধানকে একেবারেই অযৌক্তিক বলে ভাবা যাবে না। কারণ বিসিএলের শেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির সাথে বিশেষ মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের।


সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরার পুরুষ্কারও পেয়েছেন তিনি। কঠিন এই সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতেই হয়তো এই ধরণের পোস্ট করেছেন তিনি। অন্য আরেক নেটিজেন অবশ্য দিয়েছেন ভিন্ন এক সমাধান। আর যেখানে টেনে আনা হয়েছে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে।


তিনি জানান, ‘রিয়াদের জার্সি নম্বর ৩০। সে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সুযোগ না পাওয়ায় অবাক। আর ৫৯ নম্বর জার্সি ব্যবহারকারী সৌম্য সরকার চন্ডিকা হাথুরুসিংহের বাধ্যগত ছাত্র। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে— টি–টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৪ থেকে ১৫০ টিতে নিয়ে যেতে চান বলে ইনশাআল্লাহ বলেছেন। দরকার ১৬ কে অ্যাঞ্জেল সংখ্যা হিসেবে লিখেছেন। আর এই ইচ্ছা পূরণ করতে আল্লাহ পথে সহায়তা করবেন’।


এমএল/