Logo

২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০২:৫১
73Shares
২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ৭টি যানবাহনে আগুন দিয়েছে অগ্নীসংযোগকারীরা

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৭টি যানবাহনে আগুন দিয়েছে অগ্নীসংযোগকারীরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৬টি বাস এবং ১টি পরিত্যক্ত প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও শুধু চারটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে।’

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২৭৪টি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য যানবাহন। এছাড়া মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত আরও দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD