Logo

পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ২২:৪৬
52Shares
পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩
ছবি: সংগৃহীত

উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ জানান, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।

বিজ্ঞাপন

উত্তরপশ্চিম পাকিস্তানের একটি থানায় সন্ত্রাসীর হামলায়  নিহত হয়েছেন ২৩ জন।

দেশটির খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। তারপর সে বিস্ফোরণ ঘটায়। এরপর অপর জঙ্গিরা গুলি চালাতে থাকে। পুলিশের সঙ্গে লড়াই গুলির লড়াই হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ জানান, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।

বিজ্ঞাপন

পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদনে বলা হয়, ২৩জন সেনা জওয়ান মারা গেছেন। ৩০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলোয়ারউল হক কাকার জানান, এই কাপুরুষোচিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

তেহরিক-ই-জিহাদ এই ঘটনার দায় স্বীকার করেছে। পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান বা টিটিপি। এই নতুন গোষ্ঠী টিটিপি-রই শাখা বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা ওই থানাতেই ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD