পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩


পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩
ছবি: সংগৃহীত

উত্তরপশ্চিম পাকিস্তানের একটি থানায় সন্ত্রাসীর হামলায়  নিহত হয়েছেন ২৩ জন।


দেশটির খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। তারপর সে বিস্ফোরণ ঘটায়। এরপর অপর জঙ্গিরা গুলি চালাতে থাকে। পুলিশের সঙ্গে লড়াই গুলির লড়াই হয়।


উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ জানান, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।


পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদনে বলা হয়, ২৩জন সেনা জওয়ান মারা গেছেন। ৩০ জন আহত হয়েছেন।


আরও পড়ুন: জমকালো আয়োজনে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন নারী


কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলোয়ারউল হক কাকার জানান, এই কাপুরুষোচিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না।


তেহরিক-ই-জিহাদ এই ঘটনার দায় স্বীকার করেছে। পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান বা টিটিপি। এই নতুন গোষ্ঠী টিটিপি-রই শাখা বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: জমকালো আয়োজনে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন নারী


সেনাবাহিনীসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা ওই থানাতেই ছিলেন।


জেবি/এসবি