এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার: রেলওয়ে মহাপরিচালক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩


এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার: রেলওয়ে মহাপরিচালক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান বলেছেন,  গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।


বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।


আরও পড়ুন: রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা


রেলওয়ের মহাপরিচালক বলেন, “নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।”


আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, নিহত ১; আহত ১২


উল্লেখ্য, বুধবার ভোররাত ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহতের নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। 


জেবি/এসবি