সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক
দল হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না করায় প্রধান
নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে
চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি
মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন
আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আদেশের পর এই আইনজীবী জানান,
‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সময়ে ঘটা বিষয়টি নিয়ে তার
বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলেও এখন নতুন সিইসি আসায় আদালত অবমাননার রুলটি
কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে জারি করা হয়েছে।’
এর আগে সিইসির বিরুদ্ধে আদালত
অবমাননার মামলা করেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকী। মামলায় কে এম নূরুল হুদার বিরুদ্ধে
আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়।
ওআ/