যে চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

নিজেদের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌছেও শেষটা ভালো করতে পারেনি শান্তর দল। এবার সেই কিউইদের মাটিতেই টাইগাররা সাদা বলের সিরিজ খেলবে। যেখানে থাকছে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ সময়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল শান্ত, মিরাজরা। তবে মূল সিরিজে খেলার আগে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টিম টাইগার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে নাজমুলের দল।
দেশের বাইরে টাইগাররা খেলতে গেলে দেশের ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কোন টিভি চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে সেটি জানার। তবে দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেল।
জানা গেছে যে, দ্বিপাক্ষিক এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি। এবারই যে প্রথম খেলা সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে গ্রিন টিভি বিষয়টি তা নয়। ভারত-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও সরাসরি সম্প্রচার করছে গ্রিন টিভি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার (১৭ ডিসেম্বর) খেলতে নামবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। এরপরেই তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই দলপতির ভার থাকবে নাজমুল হোসেন শান্তর কাঁধে।
এমএল/