গুঞ্জনই সত্যি, রাজের নায়িকা ইধিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩


গুঞ্জনই সত্যি, রাজের নায়িকা ইধিকা
শরিফুল রাজ - ইধিকা পাল | ছবি- সংগৃহীত

তিন মাস আগে গুঞ্জন রটেছিল অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে সিনেমায় অভিনয় করবেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সে সময় ইধিকা জানিয়েছিলেন, তার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু গল্পটা না পড়ার আগ পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।


অবশেষে শরিফুল রাজের সঙ্গে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ইধিকা।


জানা যায়, ‘কবি’ নামের বাংলাদেশি সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমাটি বানাবেন হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


আরও পড়ুন: টেইলর সুইফটকে সরিয়ে শীর্ষ জাংকুক


ছবি প্রসঙ্গে  ইধিকা বলেন, “নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।”


আরও পড়ুন: রাষ্ট্রপতি ও তার স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ ইধিকা পাল


‘কবি’ সিনেমাটির গল্প মূলত অ্যাকশন আর প্রেমে মোড়কে আবর্তিত হয়েছে। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। এতে রাজ-ইধিকা ছাড়া আরও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।


জেবি/এসবি