ভারতে গর্বের সঙ্গে বলি আমি মুসলিম: শামি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩


ভারতে গর্বের সঙ্গে বলি আমি মুসলিম: শামি
মোহাম্মদ শামি - ছবি: সংগৃহীত

ভারতে  সদ্য শেষে হওয়া  ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন দেশটির তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি। টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচ খেলা হয়নি তার। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে এরপর তাকে আর থামানো যায়নি।


একের পর এক উইকেট শিকার করে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন তারকা পেসার শামি । আসরে মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন এই মুসলিম তারকা। 


গেল ২ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে আগে ব্যাট করে কোনও সেঞ্চুরি ছাড়াই ৮ উইকেটে ৩৫৭ রান করে ভারত। টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ শামির গতিতে পড়ে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানেই অলআউট হয় শ্রীলংকা। সেই ম্যাচে ৫ ওভারে এক মেডেনসহ মাত্র ১৮ রানে ৫ উইকেট শিকার করে আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা দিতে গিয়েও মাঝপথে থমকে যান শামি।


সেই ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে সমালোচনা করেন। সেই সমালোচকদের উদ্দেশ্যে ভারতীয় এই মুসলিম তারকা পেসার বলেন, “আমি যদি সত্যি সত্যি প্রার্থনা করতে চাইতাম, কে আমাকে আটকাত? আমি তো প্রার্থনা করা থেকে বিরত থাকি না। যদি আমি প্রার্থনা করতে চাই, অবশ্যই করব। এতে সমস্যা কোথায়?”


ভারতের হয়ে এ পর্যন্ত ১০১টি ওয়ানডে, ৬৪টি টেস্ট আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইতোমধ্যে ৪৪৮ উইকেট শিকার করে নিয়েছেন মোহাম্মদ শামি।


আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সময় জানালেন রাসেল


৩৩ বছর বয়সী এই তারকা পেসার আরও বলেন, “আমি গর্বের সঙ্গে বলি আমি মুসলিম, আমি গর্বিত যে আমি ভারতীয়। সমস্যা কোথায়? প্রার্থনা করার জন্য যদি কারো অনুমতি প্রয়োজন হয়, তাহলে এই দেশে (ভারতে) থাকব কেন! এর আগে কি কখনও পাঁচ উইকেট নেওয়ার পর প্রার্থনা করেছি? আমি বহুবার পাঁচ উইকেট নিয়েছি। আপনি আমাকে বলুন কোথায় গিয়ে প্রার্থনা করতে হবে। আমি সেখানে গিয়ে প্রার্থনা করব।”


আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ জিতে প্রস্তুতি সারলো বাংলাদেশ


শামি আরও বলেন, “যারা এখন সমালোচনা করছেন তারা আসলে কারো পক্ষে থাকে না। তারা স্রেফ বিতর্কের জন্য এরকম করে থাকেন। সেই ম্যাচে আমি ২০০ শতাংশ দিয়ে বোলিং করেছিলাম। খুব দ্রুত উইকেট পড়ছিল। তিন উইকেট নেওয়ার পর ভেবেছিলাম পাঁচ উইকেট নিতে হবে। বহুবার ব্যাটসম্যানদের পরাস্ত করলেও উইকেট পাচ্ছিলাম না। সেই কারণেই ক্লান্ত হয়ে পারছিলাম। পুরো ছন্দে বোলিং করছিলাম। তাই পাঁচ উইকেট নেওয়ার পর মাটিতে বসে পড়ি হাঁটু গেড়ে। এতে অন্য অর্থ বের করে ফেলেছে কয়েকজন। যারা এভাবে কোনওকিছুর ভুল ব্যাখ্যা করেন, তাদের আর কোনও কাজ নেই।”


জেবি/এসবি