নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

রবিবার (১৭ ডিসেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে শুক্রবার (১৫ ডিনসম্বর) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত এবং নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত। পরে কিউই দলপতি টম ল্যাথাম জানালেন, টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জের কথা।
ট্রফি উন্মোচন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেন, দেশে ফিরেই নিজেদের কন্ডিশনে খেলব। এতে বেশ ভালো লাগছে। বাংলাদেশের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছর ধরেই আমরা খেলেছি। তবে ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, তাদের কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা এখনো হয়নি। চ্যালেঞ্জটা তাই বড়ই হবে আশাকরি। আর আমাদের দলেও বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রাম পেয়েছে। কিন্তু বাকিদের জন্য এটা দারুণ সুযোগ।
নিউজিল্যান্ডের উইকেট থেকে সাধারণত পেসাররা বেশি সাহায্য পেয়ে থাকেন। ল্যাথাম বলেন, আমাদের সব বোলারদের দিকে তাকালেই দেখতে পারবেন সবার বলেই পেস ও বাউন্স আছে। আর এই কন্ডিশনে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুইংও করাতে পারে সবা বোলার।
আসন্ন এই সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে ল্যাথাম বলেন, ভারতের কন্ডিশন থেকে এখানকার কন্ডিশন অনেক আলাদা। সেইজন্য পরিকল্পনা তো কিছুটা পাল্টাবেই। যত দ্রুত সম্ভব আমাদের মানিয়ে নিতে হবে। আমরা টেস্ট সিরিজ খেলে এসেছি।
এদিকে, ট্রফি উন্মোচন শেষে টাইগার অধিনায়ক শান্ত জানিয়েছেন আসন্ন এই সিরিজে নিজেদের লক্ষ্যের কথা। অধিনায়ক বলেন, দল হিসেবে আমরা সবাই সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছরে আমরা এখানে একটি টেস্ট ম্যাচ জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতাই আমাদের মূল লক্ষ্য। তবে যদি জিততে পারি, দারুণ হবে আশা করছি।
বেশ কয়েক বছর ধরে নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। তবে এবার নতুন অভিজ্ঞতার কথা ব্যক্ত করে শান্ত বলেন, কয়েক বছর ধরেই আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। নতুন এক অভিজ্ঞতা হলো এবার। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদেরকে স্বাগত জানানো হয়েছে। সবাই খুবই উপভোগ করছে। এখানের বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি আমরা। কয়েকজন অবশ্য নতুন মুখ। তবে তাদের ফুটেজ আছে আমাদের কাছে। মিটিংয়ে সেসব দেখেছি সবাই। আশা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে পারব।
এমএল/