শচীনের পর মহেন্দ্র সিং ধোনির জার্সিও অবসরে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রিয় সাত নম্বর জার্সি গায়ে চাপিয়েই। দেশটির ক্রিকেট সাফল্যের বিচারে সর্বকালের সেরা অধিনায়কের খেতাবে ভূষিত তিনি। এবার ধোনিকেই বিশেষ সম্মান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তাকে সম্মান জানাতে তার জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ আর কোনো ভারতীয় ক্রিকেটার ৭ নম্বরের জার্সি গায়ে জড়াতে পারবেন না। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০ নম্বরের পর এবার ধোনির জার্সিও অবসরে গেলো।
দেশটির বোর্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে, ধোনির জার্সি নম্বর আর কেউ ব্যাবহার করতে পারবে না। বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান সময়ের তরুণ ক্রিকেটার এবং জাতীয় দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি কেউ পরতে পারবে না। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর জার্সি বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।
প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ভারতের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। এরপর থেকে যদিও কোনো ভারতীয় ক্রিকেটারই আর ৭ নম্বর জার্সি পরেননি। অন্যদিকে শচীনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। তবে ক্রিকেটার শার্দুল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেটি এত পরিমাণে সমালোচনা হয় যে, ভারতীয় বোর্ড তাড়াতাড়ি ওই জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সির ক্ষেত্রেও এবার একই সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের জার্সিতে জিতেছেন আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও চূড়ান্ত সফল এই কিংবদন্তি। আইপিলে পাঁচবার তার দলকে ট্রফি এনে দিয়েছেন তিনি।
এমএল/