অমিতাভের কাছে ধমক খেলেন শাহরুখ-কন্যা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩


অমিতাভের কাছে ধমক খেলেন শাহরুখ-কন্যা
শাহরুখ কন্যা সুহািনা খান / ছবি: সংগৃহীত

জোয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছে শাখরুখ-কন্যার। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে এই সিনেমা। ইতোমধ্যেই মুম্বইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচার- প্রচারণার কাজকর্ম এখনও কিছুটা বাকি আছে। সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কউন বনেগা ক্রোড়পতি’তে নাকি অতিথি হিসাবে আসেন শাহরুখ কন্যা সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানেই যেয়েই এমন ঘটনা ঘটালেন সুহানা, আর তা দেখেই শাহরুখ- কন্যাকে ধমক দিলেন অমিতাভ বচ্চন!


শোনা যাচ্ছে প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন সুহানা খান-অগস্ত্য। জোয়া আখতারের ‘দি আর্চিজ’ এর শুটিং সেটেই কাজ করতে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের ভিতর। বন্ধুত্ব প্রেমে গড়ায় । যদিও এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউ-ই। তবে প্রেমে তেমন শোরগোল নেই চর্চিত এই যুগলের। বেশ কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে হাওয়ায় চুম্বন দিয়েছিলেন অগস্ত্য। এর সপ্তাহ খানেক পরেই এক পার্টিতেও বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল এ জুটির। তবে জানা যাচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে ছেলেখেলা করতে রাজি নন তারা। এ বার দাদুর শো-তে চর্চিত প্রেমিকাকে নিয়েই হাজির হন অগস্ত্য। সেখানেই ‘সুহানা কিছু জানেন না’ বললেন দাদু অমিতাভ বচ্চন। কেন এ উক্তি? সুহানা খানকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞাসা করেন, এর মধ্যে কোন সম্মান এখনও পর্যন্ত শাহরুখ খান পাননি। চারটি উত্তরের মধ্যে সঠিকটি উত্তরটি বেছে নিতে হবে সুহানাকে। লিজিয়ন অব অনার, পদ্মশ্রী, 

ভলপি কাপ বা এলিয়ট ডি সুহানা নিমেশেই উত্তর দেন, ‘পদ্মশ্রী’। আর এটা শুনেই সকলে স্তম্ভিত হয়ে যান। বেদং রায়ান তো বলেই ফেললেন, তুমি এটা কী করে ভুল বলতে পারলে। ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ খান। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানা খানের। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সাথে রসিকতা করতে ছাড়েননি 

এ অভিনেতা। অমিতাভ জানান, মেয়েই জানেই না যে তার বাবা কী কী সম্মান পেয়েছে! তাকে এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটা ও পারলে না। যদিও সম্পূর্ণ মজার ছলে করেন ‘বিগ বি’। সূত্রঃ আনন্দবাজার 


এমএল/