কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

নির্বাচনে কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
জাপা মহাসচিব বলেন, “আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।”
আরও পড়ুন: রাজধানীতে বিজয় র্যালির অনুমতি পেল বিএনপি
সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আ. লীগ। বৈঠক শেষে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দুদলের পক্ষ থেকে আলাদাভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে।”
আরও পড়ুন: একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে: কাদের
এর আগে নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে দুই দফা বৈঠক হয়। তবে, কোনও পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অন্তবর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করবেন, আশা মির্জা ফখরুলের

চাঁদাবাজ-দখলবাজমুক্ত সমাজ গড়তে চাই : জামায়াত আমির

আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের অঙ্গীকার: তারেক রহমান

খালেদা জিয়া কবে দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল
