Logo

৭১ ও ২৪-এর গণহত্যাকারীর চরিত্র একই: শামসুজ্জামান দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৪
8Shares
৭১ ও ২৪-এর গণহত্যাকারীর চরিত্র একই: শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু | ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ঘাতক ও ২০২৪ সালের গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য এক এবং তারা দেশের জন্য ক্ষতিকর। এ কারণে সবাইকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, ৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের ক্ষতি সাধন করছে। তাই জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কিছু মহল বিশেষ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যাতে দেশে নির্বাচনের আয়োজন বন্ধ থাকে। এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তারা আসলে দেশের শত্রু। বিএনপি এই ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সর্বোচ্চভাবে সক্রিয় থাকবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ।

বিজ্ঞাপন

অবশেষে তিনি দেশবাসী ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD