Logo

বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত এখনো চলছে: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১১
5Shares
বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত এখনো চলছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি; বরং তা এখনো সক্রিয় রয়েছে। অতীতে তিনি যে আশঙ্কার কথা বলেছিলেন, সময়ের ব্যবধানে সেটিই বাস্তব রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫, ১৯৮১, ১৯৯৬ এবং পরবর্তী বিভিন্ন সময়ে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও নানাভাবে সক্রিয় রয়েছে। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব হলো দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের গৌরবের দিন।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি জানান, আগামী ২৫ তারিখ তিনি দেশে ফিরবেন। তার এই ঘোষণায় সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

তবে তিনি অনুরোধ জানান, তার দেশে ফেরার সময় কেউ যেন বিমানবন্দরে ভিড় না করেন, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো একক দল বা গোষ্ঠীর কৃতিত্ব নয়; এটি দেশের সব মানুষের সম্মিলিত অর্জন। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের রাজপথে অংশগ্রহণের কারণেই স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই অর্জন ধরে রাখা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হবে। ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই পরিবর্তন এসেছে, তবে সেই বিজয়কে টেকসই করতে সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। ক্ষমতায় গেলে জনগণের প্রতি জবাবদিহি ও দায়বদ্ধতা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমান দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ও শিল্প খাতের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভবিষ্যতে এসব খাতে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে জাতীয় ঐক্য ও জনগণের সমর্থনের মাধ্যমে এসব সমস্যা মোকাবিলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, বিএনপি কোনো অলীক স্বপ্নে বিশ্বাসী নয়; বরং সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালনায় আগ্রহী। রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা স্পষ্টভাবে উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের সংস্কার আনার উদ্যোগ নেওয়া হবে। আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা, প্রতিরোধমূলক ও জনস্বাস্থ্যভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করার কথা বলেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ছয় মাসের মধ্যেই জনগণ সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের অবদান গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের শহীদদের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব খসরুজ্জামান খসরু। এতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD