Logo

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ২২:৫৮
67Shares
তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন
তারেক রহমান | ফাইল ছবি

বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এবার ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি আগামী বৃৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের ৯০নং সড়কে ১০/সি’র দলের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ এই কর্মসূচির সবচেয়ে বড় চমক হচ্ছে- যারা বিজয়ী হবেন, মেধাভিত্তিক সেই বিজয়ের মাধ্যমে তাদের শীর্ষ ১০ জনকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি অনুষ্ঠানের মাধ্যমে একান্ত আলাপচারিতার সুযোগ দিব। প্রসঙ্গত, টানা ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পরে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

মাহদী আমিন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের মাঝে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও আগ্রহ। আমাদের নেতা বিশ্বাস করেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে রাজনীতি এবং আদর্শের ঊর্ধ্বে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের এ রাষ্ট্র বিনির্মাণের জন্য। ইতোমধ্যে বিএনপি প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি নিয়ে ঢাকায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এসেছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যেহেতু এই বাংলাদেশটা আমাদের সবার; আমাদের ধর্ম-বর্ণ-আদর্শ-দর্শন-রাজনীতি-অবস্থান, দল-মত-পার্থক্য সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে এক হয়ে এই দেশটাকে গড়তে হবে, আমাদের সবাইকে একযোগে ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা তৈরি করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমরা একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমাদের এই আয়োজন শুরু হবে আজকে (মঙ্গলবার) থেকে এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয়ে তাদের নিজ নিজ যে পরিকল্পনা-প্রত্যাশা-ভাবনা-চিন্তা সেটির প্রত্যেকটি এক মিনিটের রিল-ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও, যেখানে যেকোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয় সেটি সাবমিট করতে পারবেন। যার মাধ্যম হতে পারে গঠনমূলক সমালোচনা, হতে পারে নতুন কোনো ভাবনা, হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের যে ভাবনা ও পরিকল্পনা, সেগুলোকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা। আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ প্রতিষ্ঠার মাধ্যমে চিন্তাগুলোকে পৌঁছে দিতে চাই।

ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যদি বিএনপি আসে, সেই দলের সব পর্যায়ের নেতাকর্মীর মধ্যে একটি আন্তরিকতা ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করতে চাই। বাংলাদেশের সকল তরুণ তরুণী, যুবক-যুবতীসহ যেকোনো বয়সের যেকোনো নাগরিক, তিনি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, যেন নিজের ভাবনাকে সর্বোচ্চ সৃজনশীলতার মাধ্যমে কন্টেন্টরূপে জনসম্মুখে উপস্থাপন করতে পারেন- সেই সুযোগ আমরা এর মাধ্যমে তৈরি করে দিতে চাই।

বিজ্ঞাপন

কীভাবে অংশগ্রহণ করবেন?

প্রতিযোগিতার থিমসমূহ হলো- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমি যেমন দেশ চাই। ধাপ-১ : প্রতিযোগী এই ১১টি থিমের মধ্যে পছন্দের যে কোনো একটি থিম নিয়ে রিল বানাতে পারেন। ধাপ-২ : রিলটির দৈর্ঘ্য ১ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ধাপ-৩ : প্রতিযোগী Facebook, Instagram, YouTube বা TikTok-কোন প্ল্যাটফর্মে অংশ নিবেন, তা ঠিক করবেন। ধাপ-৪ : প্রতিযোগী রিলটি উপরে উল্লিখিত যে কোনো একটি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে পোস্ট করবেন। ধাপ-৫ : ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ধাপ-৬: প্রতিযোগীকে তার রিলের লিঙ্কটি ‘Bangladesh Nationalist Party-BNP’ Facebook পেইজে https://tinyurl.com/AmarBhabnayBD ইভেন্টে পোস্ট করতে হবে। www.facebook.com

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD