Logo

ওসমান হাদির অবস্থা সংকটজনক, বেড়েছে মস্তিষ্কে ‘ইসকেমিয়া’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২০:২৫
26Shares
ওসমান হাদির অবস্থা সংকটজনক, বেড়েছে মস্তিষ্কে ‘ইসকেমিয়া’
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটজনক। সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্তপ্রবাহের ঘাটতিজনিত ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে হাদির কোনো ক্লিনিক্যাল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, তাই চিকিৎসকরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ বুধবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, হাদির শারীরিক অবস্থা ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক। অর্থাৎ অবনতি হয়নি, আবার উন্নতিও হয়নি। তার হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে, এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, হাদির মাথায় থাকা গুলির অংশ অপসারণে নতুন অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে কিনা, তা এখনও নিশ্চিত নয়। গুলির অংশ মস্তিষ্কের ডিপ সিলেট অঞ্চলে অবস্থান করছে এবং অপারেশন করলেও দৃশ্যমান কোনো উন্নতির নিশ্চয়তা নেই। বরং বর্তমান শারীরিক অবস্থায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হতে পারে।

ডা. আহাদ আরও জানান, কিছু মহল হাদিকে সিঙ্গাপুরের বাইরে ইউকে বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বললেও তা এখন বাস্তবসম্মত নয়। দীর্ঘ ভ্রমণের ধকল হাদির শারীরিক সক্ষমতার বাইরে। পরিবার ও চিকিৎসকরা বর্তমানে সিঙ্গাপুরে কনজারভেটিভ চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়মিত পরীক্ষা ও ক্লোজ মনিটরিং চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থার উন্নতির খবরকে ভিত্তিহীন উল্লেখ করে চিকিৎসকরা দেশবাসীর কাছে ধৈর্য ধরার এবং তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রথমে শরীরকে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ডে হতে পারে। মূল লক্ষ্য হলো শরীর এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন। ব্রেন ছাড়া শরীরের অন্য অঙ্গগুলো সক্রিয় রয়েছে।’

পরিবারও দেশবাসীর কাছে বিশেষ দোয়ার অনুরোধ করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD