আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতে চাই না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতে চাই না। পরিবর্তে আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি মানবিক, ন্যায়সঙ্গত ও জনগণমুখী বাংলাদেশ গড়ে তোলা।
বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে অন্যতম। ২০৫০ সালের মধ্যে ঢাকা হবে বিশ্বের বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর। আমরা কেবল শহর বৃদ্ধি নয়, বরং শহরকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে ভাবতে হবে। আমাদের অর্থনীতি এখনও পুরোপুরি শক্তিশালী নয়, মানুষ ইনফরমাল ইকোনমির মাধ্যমে প্রতিদিন বেঁচে আছে। আগামী নেতৃত্বকে এসব বিষয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
ড. মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ দেশসেবা নয়, বরং আত্মসেবা শুরু করেছে। তারা অলিগার্কি ব্যবস্থা তৈরি করেছে, যা সমাজের ধনী মানুষদের জন্য সুবিধাজনক, আর দরিদ্র মানুষকে আরও গরিব করেছে।
তিনি স্বাধীনতার ৫৪ বছরেও দেশের গণতন্ত্রের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলে বলেন, গণতন্ত্রের জন্যই একাত্তরে মানুষ মুক্তিযুদ্ধ করেছে। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার ও স্বাধীনতার জন্য মানুষ যুদ্ধ করেছে। অতীতের নেতৃত্ব ও বর্তমান নেতৃত্বকে এই প্রশ্নের জবাব দিতে হবে—তারা কেন ব্যর্থ?
বিজ্ঞাপন
ড. মঈন খান আরও বলেন, যখনই কোনো স্বৈরশাসক দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, বিদ্রোহ ও প্রতিবাদ হয়েছে। আজকের আধুনিক রাষ্ট্রব্যবস্থা কিন্তু মানুষের অনুভূতিকে ভোঁতা করে দেয়; মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আগামী নেতৃত্বকে পরিষ্কার করতে হবে, তারা ক্ষমতায় এলে জনগণের সমস্যার সমাধান করবেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।








