Logo

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব পেলেন যিনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪১
33Shares
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব পেলেন যিনি
খালেদা জিয়া - তারেক রহমান | ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নতুন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে তাকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD