হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ সন্দেহভাজন আটক

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণার সময় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, হাসনাত আব্দুল্লাহ বুধবার বিকেল দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে পুলিশ সন্দেহভাজন হিসেবে দেখে। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
দেবীদ্বার থানার ওসি সারোয়ার হোসেন জানান, রবিউল ও সজিবকে সন্দেহজনক মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিশ্চিত করেন, তারা তারই কর্মী এবং সমর্থক। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তৎপর রয়েছে। কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্দেহভাজনদের প্রাথমিকভাবে আটক করা হয় এবং পরিচয় যাচাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়।








