অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল

শিবলির সেঞ্চুরিতে যুবাদের বড় সংগ্রহ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


শিবলির সেঞ্চুরিতে যুবাদের বড় সংগ্রহ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের থেকে মাত্র একধাপ দূরে বাংলাদেশ। ২০১৯ আসরে ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি যুবাদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চান জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরব আমিরাতকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।


রবিবার (১৭ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাত অধিনায়ক আফজাল খান। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সাড়ে এগারোটায়।


আরও পড়ুন: ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু জুনিয়র টাইগারদের


নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮২। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন শিবলী। এ নিয়ে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস।


টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জিশান আহমেদের উইকেট হারিয়ে বিপদে পড়ে যুবারা। কিন্তু দ্রুতই সামলে নেন আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১২৫ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন এই দু’জন। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলেও শিবলী সেঞ্চুরির পথে এগিয়ে যান। তার সঙ্গে ব্যাট করতে নেমে ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪০ বলে ৫০ রান করে আউট হন তিনি।


আরও পড়ুন: হার দিয়ে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সফর


শেষ দিকে নিয়মিত বিরতিতে বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। এমনকি ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হয়ে যান ওপেনিং ব্যাটসম্যান শিবলিও। ১৪৯ বলে ১২ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।


আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ নেন ৫২ রানে ৪ উইকেট। ২ উইকেট নেন ওমিদ রেহমান, ১টি করে উইকেট নেন হার্দিক পাই এবং আম্মার বাদামি।


এর আগে একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। ২০১৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না টাইগার যুবারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত। যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও।


আরও পড়ুন: ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ


১৯৮৯ সালে বাংলাদেশে যুব এশিয়া কাপের অভিষেক আসর বসেছিল। প্রথম আসরেই শিরোপা জিতে নেয় ভারত। এরপর কেবল ২০১৭ আসরে শিরোপা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়ার যুবারা। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় আফগানিস্তান। এ ছাড়া প্রতি আসরেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। রেকর্ড আটবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপার দ্বারপ্রান্তে টাইগার যুবারা।


চলমান আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও তাদের বিপক্ষে ফেবারিট হিসেবে খেলতে নামে বাংলাদেশ।


জেবি/এজে