বাগেরহাটে চুড়ান্ত ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


বাগেরহাটে চুড়ান্ত ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
ছবি: জনবাণী

বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন। 


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার, ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্র্র নেতা এইচ এম বদিউজ্জামান সোহাগসহ প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: বাগেরহাটে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপিকে নৌকা, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামানকে লাঙ্গল, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ আম, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী ডাব প্রতিক পেয়েছেন।

 

বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি নৌকা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা, সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।


বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি নৌকা, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃনমূল বিএনপির মিঃ ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক পেয়েছেন। 


বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।


আরও পড়ুন: বাগেরহাটে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন 


বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


আরএক্স/