প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে, জানালো মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে, জানালো মন্ত্রণালয়
ফাইল ছবি

চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


রবিবার (১৭ ডিসেম্বর)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানায়।


তিনি জানান, লিখিত পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহের শেষ দিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।


আরও পড়ুন: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার নম্বর ও সময় জানালো বোর্ড


এর আগে গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে মাউশি’র নির্দেশনা


এরমধ্যে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ প্রার্থী বসেছিলেন নিয়োগ পরীক্ষায়।


জেবি/এসবি