গরুর মাংসের দাম কমলেও কমেনি মাদারীপুরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩
এহ্সান আজগর, মাদারীপুর: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গরুর মাংসের দাম কমলেও প্রভাব পড়েনি মাদারীপুর জেলায়। প্রতি কেজি ৭শত টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ভুলে গেছে গরুর মাংসের স্বাদ, মধ্যবিত্তরাও ভুলতে বসেছে। যারা মাসে অন্তত ৮/১০ দিন গরুর মাংস খেত তারা কেউ মাসে ১ বা ২ দিন মাংস কিনছে।
সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলায় গরুর মাংসের দাম কমায় মধ্যম আয়ের মানুষগুলো মাসে ৪/৫ দিন হলেও গরুর মাংসের স্বাদ নিতে পারবে বলে আশা করেছিল। কিন্তু মাদারীপুর মাংস ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরত্বে সে আশাও শেষ হয়ে গেছে। সরকার গরুর মাংসের প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করলেও তা মানছেনা জেলার কোন মাংস ব্যবসায়ী।
আরও পড়ুন: উদ্বোধনের অপেক্ষায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট
তাই মাদারীপুরবাসীর নাগালের বাইরেই রয়ে গেছে গরুর মাংসের দাম। জেলার সব দোকানেই গরুর মাংস বিক্রি হচ্ছে ৭শত টাকা কেজি দরে।
মাদারীপুর শহরের রিক্সা চালক জসিম শেখ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, গরুর গোস্তের যেই দাম, হেই দামতো আমাগো কেনা সম্ভব না। ৭শ/৮শ টাকা কেজি। কোরবানীর সময় খাইছি, আল্লায় খাওয়াইছে তারপর আমরা আর কিন্না খাইতে পারি নাই। শুধু জসিম শেখই নয় এমন হাজার হাজার মানুষ আছে যাদের খাবার তালিকা থেকে বাদ পড়েছে গরুর মাংস। সুশীল সমাজের দাবি মাদারীপুরে বাজার মনিটরিং এর দুর্বলতায় কমেনি গরুর মাংসের দাম।
এদিকে মাংস ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসন আলোচনা করেও নাগালের মাধ্যে আনতে পারেনি গরুর মাংসের দাম। গো-খাদ্যের দাম বেশী হওয়ায় গরুর দাম বেশী তাই গরুর মাংসের দাম বেশী বলে দাবি মাংস বিক্রেতারা।
জেলার মাংস ব্যবসায়ী মিলন খা’র দাবি যারা কম দামে বিক্রি করে তারা গরুর চার্বি, পা, ফ্যাপসাসহ সবকিছু মিক্সার করে বিক্রি করে। এভাবে মাদারীপুরে গরুর মাংস বিক্রি করা যায় না। গরুর মাংসের দাম খুব শীগ্রই ৮শত টাকা হবে বলে দাবি মিলন খা।
আরও পড়ুন: যে কারণে মাদারীপুরে দুর্ঘটনা, জানালেন পুলিশ সুপার
গরুর মাংসের দাম না কমায় প্রশ্ন উঠেছে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে। মাংস ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট এবং সংশ্লিষ্ট্য কতৃর্পক্ষের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে।
মাদারীপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি করার জন্য মাদারীপুরের মাংস ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের কাছে অনেকে অভিযোগ করেছে বেশী দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। আমরা অভিযান পরিচালনা করছি। তবে যে কোন একটি বিষয় সাথে সাথে বাস্তবায়ন হয় না। আমাদের পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যদি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে তাহলেই দ্রুত সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করতে পারব।
আরএক্স/